ফ্রান্সে বেড়ে গেছে ছারপোকার উৎপাত। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে জরুরি বৈঠক করছে ফ্রান্স সরকার। আশঙ্কা করা হচ্ছে, ছারপোকা বৃদ্ধি ফ্রান্সের জনগণের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ছারপোকা বেড়ে যাওয়া ফ্রান্সের একটি রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ট্রেন, মেট্রো, সিনেমা হলসহ বিভিন্ন জায়গায় ছারপোকা ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছে ফ্রান্সের জনগণ। এদিকে এমন পরিস্থিতির মধ্যে ফ্রান্সে চলছে রাগবি বিশ্বকাপ। সেইসঙ্গে আগামী বছরই ফ্রান্সে অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ছারপোকার উৎপাত বেড়ে যাওয়ায় ফ্রান্সের মার্সেই শহরের দুটি স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বলা হচ্ছে, স্কুলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর, তা খুলে দেওয়া হবে।
ফ্রান্সের যোগাযোগমন্ত্রী ক্লিমেন্ট বিউন জানিয়েছেন, বুধবারের বৈঠকটির আয়োজন করছে যাত্রী ও পরিবহন সংস্থাগুলো। ফ্রান্সের যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আমরা ভ্রমণকারীদের আশ্বস্ত ও সুরক্ষার জন্য গৃহীত পদক্ষেপগুলো জানাতে চাই, এছাড়া আগামী শুক্রবারও ফ্রান্সে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে বলে জানিয়েছেন দেশটির মুখপাত্র অলিভিয়ার ভেরান।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর দল রেনেসাঁ পার্টির প্রধান সিলভাইন মেইলার্ড জানিয়েছেন, ছাড়পোকার উৎপাত মোকাবিলায় ডিসেম্বরের শুরুতে পার্লামেন্টে একটি ক্রস-পার্টি বিল উত্থাপন করা হবে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অরেলিয়ান রুসো দাবি করেছেন যে, এই বিষয়ে মানুষ আতঙ্কিত নয়। তিনি বলেন, যেটা আমাকে উদ্বিগ্ন করছে, তা হলো মানুষরা এমন সংস্থাগুলোর দ্বারা যেন প্রতারিত না হয় যারা ছাড়পোকা তাড়ানোর নামে ২ থেকে ৩ হাজার ইউরো চাইছে।
ছারপোকা হচ্ছে সাইমেক্স গণের অন্তর্ভুক্ত এক জাতের পোকা যারা খাদ্য হিসেবে মানুষের রক্ত গ্রহণ করে। সাধারণত রাতে এই পোকার আক্রমণ বেশি হয়। এই পোকার কামড়ের ফলে ত্বকে ফুসকুড়ি, মানসিক প্রভাব, এবং অ্যালার্জির প্রতিক্রিয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।
GIPHY App Key not set. Please check settings