in

গাজায় ত্রাণ নিতে এসে লাশ হলো আরও ২৯ ফিলিস্তিনি

ফ্রান্সবিডি ডেস্ক

গাজা উপত্যকায় দুটি পৃথক ইসরায়েলি হামলায় ত্রাণের অপেক্ষায় থাকা অন্তত ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫০ জনেরও বেশি। বৃহস্পতিবার (১৪ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। কিন্তু ইসরায়েল হামলার কথা অস্বীকার করেছে।

হামাস শাসিত উপত্যকাটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, প্রথম হামলাটি চালানো হয়েছে মধ্যগাজার আল-নুসেইরাত শিবিরে ত্রাণ বিতরণ কেন্দ্রে। সেখানে ইসরায়েলি বিমান হামলায় আটজন ফিলিস্তিনি নিহত হয়।

পরে উত্তর গাজার কুয়েত গোল চত্বরে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সেনারা গুলি চালিয়েছে। এতে অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছে। ১৫০ জনের বেশি আহত হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে ত্রাণকেন্দ্রগুলোতে হামলার কথা অস্বীকার করে। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনগুলোকে মিথ্যা বলে দাবি করে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে। ইসরায়েল ধারণা করছে, এখনও প্রায় ১৩০ জন হামাসের কাছে জিম্মি আছে।

হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩১ হাজার ৩৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১২ হাজার ৩০০টি শিশুও আছে। ৮ হাজার ৬৬৩টি শিশুসহ ৭৩ হাজার ১৩৪ জন আহত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings