ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলার পর গাজায় পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। আজ শনিবার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় হামাসের আকস্মিক হামলায় ৪০ ইসরায়েলি নিহত হয়। স্থল, সমুদ্র ও আকাশপথে ইসরায়েল সীমান্তে অবৈধ বসতিগুলোতে অনুপ্রবেশ করেন হামাসের যোদ্ধারা। এর আগে মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের বিভিন্ন স্থান ও অবকাঠামো লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়েন তাঁরা।
হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, গাজা থেকে বেশ কয়েকজন ফিলিস্তিনি সশস্ত্র লোক ইসরায়েলের ভেতরে ঢুকে পড়েছেন। তাঁরা স্থল, জল ও আকাশপথ ব্যবহার করে ইসরায়েলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাচ্ছেন। এ ছাড়া গাজা উপত্যকা আড়াই হাজারের বেশি রকেট ছুড়েছে। অন্তত ৪০ জন ইসরায়েলি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে পাঁচ শতাধিক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘আজ সকালে ইসরায়েলিদের বিরুদ্ধে মারাত্মক ও আকস্মিক হামলা চালিয়েছে হামাস। নিরাপত্তাব্যবস্থার সব প্রধানের সঙ্গে বৈঠক করেছি আমি। যারা ইসরায়েলে অনুপ্রবেশ করেছে, তাদের নির্মূলের নির্দেশ দিয়েছি। এ মুহূর্তে সেই অপারেশন চলছে।’
এসব রকেট ছোড়ার পরই পুরো ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সতর্ক করে বলেছিলেন, হামাস আক্রমণ শুরু করে ‘গুরুতর ভুল’ করেছে।
GIPHY App Key not set. Please check settings