সাইফুল ইসলাম রনি (প্যারিস ফ্রান্স)
খাবারভর্তি ট্রে নিয়ে দৌড়ে পুরস্কার জিতলেন এক ওয়েটার। হাতে ধরা ট্রেতে রাখা ছিল কফির কাপ, প্লেটে রাখা একটা ক্রসোঁ, পাশে এক গ্লাস পানি।
রোববার ২৪ মার্চ প্যারিসের রাস্তায় শয়ে শয়ে ওয়েটার বা বেয়ারাদের দেখা যায় ট্রে হাতে দৌড়াতে। বিভিন্ন ক্যাফের ওয়েটাররা এই শম্পিও গার্সোঁ বা ওয়েটারদের চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। খবর ডয়েচে ভেলে।
১১০ বছরের পুরনো ইভেন্টটি ১৩ বছরের বিরতির পরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। এই গ্রীষ্মের অলিম্পিকের প্রচারণার কাজেও লাগানো হচ্ছে ইভেন্টটিকে।
এই প্রতিযোগিতায় ওয়েটারদের নিজেদের পেশাগত যোগ্যতা প্রমাণ করতে হয়। হাতে ধরা ট্রেতে এসপ্রেসো কফি, পানির গ্লাস ও ক্রসোঁর প্লেটকে একটুও নষ্ট না করে দুই কিলোমিটার দৌড়াতে হয় প্রতিযোগীদের। যদি ক্রসোঁর গুঁড়ো বা এক চুমুক পানিও উপচে পড়ে, তাহলেই বাদ।
এই দৌড়ে পুরুষদের বিভাগে জয়ী হয়েছেন স্যামি লামরু ও নারীদের বিভাগে জয়ী পলিন ফান ভিমের্শ৷ মাত্র ১৩ মিনিট ৩০ সেকেন্ডে দৌড় সফলভাবে শেষ করেন স্যামি। পলিনের এ দৌঁড় সমাপ্ত ১৪ মিনিট ১২ সেকেন্ডে।
GIPHY App Key not set. Please check settings