কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর থেকে ‘প্রিয় মালতি’ সিনেমার পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সিনেমার প্রচারণায় গিয়েছিলেন তিনি; সঙ্গে সিনেমার টিমও ছিল।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তনুর গ্রাফিতির ওপর মেহজাবীনকে পোস্টার সাঁটতে দেখা যায়। পরে পোস্টার নিজেই সরিয়ে নেন।
বিষয়টি নিয়ে সমালোচনার মুখে রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড় ও অনিবার্য কারণবশত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনায় একটি পোস্টার শহীদ তনুর গ্রাফিতির ওপরে লাগানো হয়ে যায়।’
মেহজাবীন আরও লিখেছেন, ‘আমরা সবাই জানি, তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনো চলমান। পোস্টারিং–সংক্রান্ত যা হয়েছে, সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছি।’
২০১৬ সালে ২০ মার্চ হত্যাকাণ্ডের শিকার হন তনু। মেহজাবীন লিখেছেন, ‘আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থাপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সব সহযোগিতার জন্য।’
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘প্রিয় মালতী’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।
GIPHY App Key not set. Please check settings