in

ক্রিকেটে আসছে ‘স্টপ ক্লক’

বোলিংয়ে সময় নষ্ট করা আটকাতে ক্রিকেটে ‘স্টপ ক্লক’ চালু করতে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৩-এর ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে পরীক্ষামূলকভাবে এই স্টপ-ক্লক ব্যবহার করা হবে।

মঙ্গলবার ভারতের আহমেদাবাদে বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয় আইসিসি।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ওভারের সময় নিয়ন্ত্রণ করতে ঘড়িটি ব্যবহার করা হবে। যদি বোলিং দল আগের ওভার শেষ হবার ৬০ সেকেন্ডের মধ্যে পরবর্তী ওভার করতে প্রস্তুত না হয় এবং একই ঘটনা ইনিংসে তৃতীয়বার ঘটে থাকে, তাহলে পাঁচ রান জরিমানা করা হবে ফিল্ডিংয়ে থাকা দলকে।

অনেক সময়, ব্যাটে থাকা দল ভালো খেলতে থাকলে প্রতিপক্ষের ব্যাটারদের মনোসংযোগে বিঘ্ন ঘটাতে বিভিন্ন ইস্যুতে খেলার গতি মন্থর করার চেষ্টা করে ফিল্ড করা দল। এমন পরিকল্পনা অনেক দলই করে থাকে। এসব আটকাতেই ‘স্টপ-ক্লক’ নিয়ম করার সিদ্বান্ত নিয়েছে আইসিসি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings