in

ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা, সত্যিটা জানালেন ভিকি

কয়েক মাসে বেশ কয়েকবার ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন রটেছে। তবে ক্যাটরিনা একবারও মুখ খোলেননি, ফলে এ বিষয়ে তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এবার নতুন ছবির প্রচারে পাওয়া গেল ক্যাটরিনার স্বামী অভিনেতা ভিকি কৌশলকে। সেখানেই তাঁর কাছে রাখা হয় বহুল চর্চিত প্রশ্ন—ক্যাটরিনা কি মা হতে চলেছেন? উত্তরে কী বললেন ভিকি, জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

অনন্ত-রাধিকার বিয়েতে স্বামীকে সঙ্গে নিয়ে হাজির হন ক্যাটরিনা। অভিনেত্রীর পরনে হাত ঢাকা ব্লাউজ, লাল রঙের শাড়ি, নামমাত্র মেকআপ। কিন্তু অভিনেত্রী চলন, দাঁড়ানোর ভঙ্গি দেখে নেটাপাড়ার একাংশের মত অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা!

এদিকে এই মুহূর্তে নিজের আসন্ন ছবি ‘ব্যাড নিউজ়’-এর প্রচারে ব্যস্ত ভিকি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনেতাকে সামনে পেয়ে ‘সুখবর’ জানতে চান সাংবাদিকেরা।

উত্তরে ভিকি বলেন, ‘এখন আমি নিজের ছবির প্রচার নিয়ে ব্যস্ত, এক শহর থেকে অন্য শহরে যেতে হচ্ছে। ক্যাটরিনা ওর কাজে ব্যস্ত। বিদেশে প্রতিনিয়ত যাতায়াত লেগেই রয়েছে। আমরা একান্ত সময় খুব কমই পাচ্ছি।

খুব শিগগির আশা করছি সময় পাব। আপাতত যে সুখবরের কথা বলছেন, সেটা একেবারেই মিথ্যা। তেমন কিছু হলে আমরা নিজেরাই জানাব।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings