in ,

কালকিনিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা:

মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপিকে আরও শক্তিশালী হতে হবে। গণতন্ত্রপ্রেমী মানুষ আজও বিএনপির দিকে তাকিয়ে আছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাদারীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দসহ কালকিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় বক্তারা বলেন, বিএনপির এই দীর্ঘ পথচলায় বহু ত্যাগ ও সংগ্রামের ইতিহাস রয়েছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং র‍্যালি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings