মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতা ও বাস কাউন্টারের যাত্রী নিয়ে বিরোধের জের ধরে মো. নুরুল ইসলাম সরদার (৫৮) নামের এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় আহত হন নারীসহ কমপক্ষে পাঁচজন। পরে স্থানীয় লোকজন আহতদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট গ্রামের কালাম সরদারের সাথে একই গ্রামের জাহিদ সরদারের বাস কাউন্টারের যাত্রী ও পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে কালাম সরদারের ভাই ব্যবসায়ী নুরুল ইসলাম সরদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখেন প্রতিপক্ষের লোকজন। এতে করে ওই ব্যবসায়ীর ডান পা ভেঙ্গে যায়। হামলাকারীদের বাধা দিলে আহত হয় জান্নাত, আবু সালেহ ও নারীসহ কমপক্ষে পাঁচজন। পরে স্থানীয় লোকজন আহত নুরুল ইসলাম সরদারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
আহত ব্যবসায়ী নুরুল ইসলাম সরদারের ভাই কালাম সরদার অভিযোগ করে বলেন, ‘বাস কাউন্টারের যাত্রী নিয়ে বিরোধের জের ধরে হেলাল সরদার, সজিব সরদার ও জাহিদ সরদারসহ বেশ কয়েকজন মিলে আমার ভাইয়ের পা ভেঙে দিয়েছে। তারা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমাদের বাড়িঘর ভাংচুর করেছে। আমি হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবো।’
এ ব্যাপারে খাঁশেরহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মনঞ্জুরুল ইসলাম বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
GIPHY App Key not set. Please check settings