সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ এবং সংগঠন শক্তিশালী করা এবং পুনর্গঠনের অংশ হিসেবে সারাদেশেই তৎপরতা চালাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সেই ধারাবাহিকতায় গতকাল (২৬ অক্টোবর) কালকিনি সি,ডি,খান ইউনিয়নে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় এক যুগ পরে ছাত্রদলের এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন ছাত্রদলের বিপুল সংখ্যক কর্মি, সমার্থক মিছিল নিয়ে কর্মি সভায় অংশগ্রহণ করেন। বিকেলে সি ডি খান স্কুল মাঠে শুরু হওয়া এ কর্মি সভা চলে সন্ধ্যা পর্যন্ত।
এতে প্রধান অতিথি ছিলেন কালকিনি উপজেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম বিশেষ বক্তা হিসাবে ছিলেন কালকিনি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কালকিনি উপজেলা ছাত্রদলের ১ নং সিনিয়র যুগ্ম আহব্বায়ক সজল আহম্মেদ।
সি ডি খান ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর হাওলাদার এর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির হাওলাদার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালকিনি উপজেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক সজল আহমেদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের সদস্য বি এম রিয়াজ আহমেদ, কালকিনি পৌরসভা ছাত্রদলের আহবায়ক হাসান হাওলাদার, কালকিনি আবুল হোসেন কলেজ শাখার আহবায়ক মাজহারুল ইসলাম। এছাড়াও ইউনিয়ন ছাত্রদল কর্মি সুজন খান, আজিজুল খান, শিপন মোল্লা, মাহাতাব হোসেন ফকির প্রমুখ।
উপজেলা ছাত্রদলের নেতারা বলেন, ‘ছাত্রলীগ ছিল ফ্যাসিবাদের একটি লাঠিয়াল বাহিনী। ভবিষ্যতে বাংলাদেশে কাউকে কোনদিন রাজনীতি করতে জোর করা হবে না, কোন শোডাউন এবং বাইক শোডাউন চলবেনা। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ফ্রেন্ড হিসাবে রাজনীতি করতে চায়।’
তারা আরো বলেন, ‘ছাত্রদলের কেউ যদি ইভটিজিং করে এবং মাদকের সাথে জড়িত থাকে তবে তাকে ধরে থানায় দিবেন। বাকীটা আমরা দেখবো। শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের কাছে ফাস্ট প্রায়োরিটি।’
এ ছাড়া তারা বলেন, আগামীতে সি ডি খানের ছাত্রদল কমিটি হবে মডেল কমিটি। বিগত আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিলো এবং যারা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে ধারণা করে তাদের কে দিয়েই কমিটি গঠন করা হবে বলে উপজেলা ছাত্রদলের নেতারা বলেন।
তারা আরো বলেন, ‘তারেক রহমান চান শিক্ষা হবে উৎপাদন ও কর্মমুখী। সবাইকে বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষা শিখার ব্যবস্থা করতে চান তারেক রহমান। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারিক এর উপর গুরুত্ব বাড়াতে চান তারেক রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সি ডি খান ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির ঢালী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আলমামুন, সি ডি খান যুব নেতা সবুজ হাওলাদার, সাবেক ছাত্রদল নেতা এনামুল হকসহ বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।