in

কালকিনিতে অবৈধ বালু ব্যবসায় টাস্কফোর্স অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাব-০৮ এবং আনসার বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান চালানো হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার সিডিখান, লক্ষীপুর ও বাঁশগাড়ি এই তিনটি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন।

অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি মামলায় মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি কিছু অবৈধ সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে।

এ সময় ইউএনও সাইফ-উল-আরেফীন বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কেউ এ কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”

র‍্যাব-০৮, আনসার বাহিনী এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings