in

করণের ‘বুল’ থেকে সরে গেলেন সালমান

দীর্ঘ ২৫ বছর পর করণ জোহরের সঙ্গে জুটি বেঁধেছিলেন সালমান খান। শোনা গিয়েছিল বিষ্ণুবর্ধনের পরিচালনায় আসছে ‘বুল’। তবে জানা গেছে, ছবিটি থেকে সরে গেছেন সালমান।

একাধিকবার শুটিং পেছানোর কারণেই নাকি সালমান সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ছবিটির শুটিং ২০২৩ সালের নভেম্বরে শুরু হওয়ার কথা ছিল। পিছিয়ে জানুয়ারি, এরপর ফেব্রুয়ারি এবং তারপর মে মাসে শুটিং শুরু করার কথা জানানো হয়।

করণ জোহর এরপর সালমানের কাছে আরও কিছুটা সময় চেয়ে শুটিং পিছিয়ে জুলাইতে নেয়ার কথা বলেন। কতদিন ছবির শুটিং চলবে সেই ব্যাপারেও নিশ্চিত করে কিছু জানাতে পারছিলেন না বিষ্ণুবর্ধন ও করণ। এরপরেই ছবি থেকে সরে যান সালমান।

সূত্র জানিয়েছে, সিনেমা বার বার পেছানোর জন্য ‘নিয়তি’কে দোষারোপ করছেন সালমান। তিনি বলেছেন, ‘নিয়তিতে হয়তো নেই ছবিটি। তাই সরে যাই।’ করণকে নাকি বিনয়ের সাথেই সিনেমা থেকে সরে যাওয়ার বিষয়টি জানিয়েছেন।

করণের ছবি থেকে সরে গিয়ে বন্ধু সাজিদ নাদিদওয়ালার ছবির কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। মে থেকে শুরু হবে এই ছবির শুটিং।

সালমান স্ক্রিপ্ট পড়া শুরু করেছেন। প্রযোজক ও নির্মাতা বন্ধুদের আরও স্ক্রিপ্ট দিতে বলেছেন অভিনেতা। কারণ নভেম্বর থেকে আগামী বছরের মে পর্যন্ত শিডিউল ফাকা আছে অভিনেতার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings