ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।
প্রকাশিত ফলাফলে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০ দশমিক শূন্য ৭ শতাংশ। বিজ্ঞান ইউনিটে এ হার ৮ দশমিক ৮৯ শতাংশ। ব্যবসায় শিক্ষায় ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। আর চারুকলা ইউনিটে পাসের হার ১১ দশমিক ৭৫ শতাংশ। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা-তিন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীকক্ষার মেধা তালিকায় ঢাবি (খ):৯৭তম স্থান পেয়েছেন মাদারীপুর জেলার কালকিনি থানার মেধাবী তরুণ বি এম শাহরিয়ার প্রত্যয়। এ ছাড়া তিনি বিইউপি FSSS :১১৪তম, জাবি (C):১ম, জাবি(B):১৮৫ তম ও রাজশাহী (A):১৭৯তম স্থান পেয়েছেন।
তারা বাবা স্থানীয় গণমাধ্যমকর্মী বি এম হানিফ ও মাতা শামীম আরা ডলি (কালকিনি শিশু কানন কিন্ডারগার্ডেনের শিক্ষিকা)। ছেলের এমন সফলতায় বাবা-যেমন আনন্দিত ও গর্বিত। ছেলের উজ্জ্বল ভবিসত্য কামনা সকলের কাছে দোয়া কামনা করেন তারা।
এ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগের বিষয়ে প্রত্যয় জানান, ‘আলহামদুলিল্লাহ! আপনাদের সকলের দোয়া ও ভালোবাসার দরুন আমি আমার আশানুরূপ ফলাফল করতে সক্ষম হয়েছি।লিপইয়ারের ফেব্রুয়ারি মাসের অতিরিক্ত একদিনের মতোই আল্লাহ তায়ালা এ বছর একাধিক সফলতা দিয়ে আমাকে এবং আমার মা -বাবাকে সম্মানিত করেছেন। আমার সফলতার জন্য আমি আমার মা -বাবার পাশাপাশি আমার নটরডেম কলেজ,আত্মীয়-স্বজন, বন্ধু- বান্ধবেরকাছে চিরকৃতজ্ঞ। সকলকে অসংখ্য ধন্যবাদ।’
GIPHY App Key not set. Please check settings