in

ইসিতে ৫৬১ জনের আপিল দায়ের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) এ পর্যন্ত ৫৬১ জন আপিল দায়ের করেছেন।

এর মধ্যে পঞ্চম দিনে ১৩০ জন, চতুর্থ দিন ৯৩ জন, তৃতীয় দিন ১৫৫ জন, দ্বিতীয় দিন ১৪১ জন এবং প্রথম দিন ৪২ জন আপিল দায়ের করেন।

শনিবার ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘আজ পঞ্চম দিন ১৩০ জন নির্বাচন কমিশন ভবনে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে আপিল করেছেন। গতকাল আপিল করেছিলেন ৯৩ জন। আপিলের তৃতীয় ১৫৫ দ্বিতীয় দিন ১৪১ জন ও প্রথম দিন ৪২ জন আপিল দায়ের করেছেন। পাঁচ দিনে মোট ৫৬১ জন আপিল দায়ের করেছেন।’

শনিবার ঢাকা অঞ্চলের ৯ জন, কুমিল্লার ২৮ জন, চট্টগ্রামের ১২ জন, ফরিদপুরের ৩ জন, সিলেটের ৪ জন, ময়মনসিংহের ১৬ জন, বরিশালের ৮ জন, খুলনার ১৬ জন, রাজশাহীর ১৮ জন ও রংপুর অঞ্চলের ৯ জন প্রার্থী আপিল দায়ের করেছেন।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল হয়েছে ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়। আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি।

তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, মনোনয়নপত্র জমা নেয়া হয় গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই হয়, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের আজ শেষ হয়েছে। এই আপিল আবেদনগুলো নিষ্পত্তি হবে আগামীকাল ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর রোববার। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর সোমবার।

নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসার ও ৫৯২ জন সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে কমিশন। দেশের ৪২ হাজার ভোট কেন্দ্রের ২ লাখ ৬২ হাজার বুথে এবার প্রায় ১১ কোটি ৯৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings