in

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস, প্রস্তাব পর্যালোচনা করছে হিজবুল্লাহ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত। শুক্রবার হামাসের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানানো হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ক্রমাগত হামলা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়।

কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ ঘোষণা করার এক সপ্তাহের মধ্যেই হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা এল। গত সপ্তাহে কাতার ইসরায়েল ও হামাস উভয় পক্ষকেই আলোচনায় গুরুত্ব দেখানোর আহ্বান জানিয়ে কাতারে হামাসের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেয়।

দোহাভিত্তিক হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পাশাপাশি একে সম্মান দেখানো হলে হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে প্রস্তুত।’

বাসেম নাইম আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রশাসন ও ট্রাম্পের প্রতি ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছি।’

এর আগে দোহার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, যখন সব পক্ষ আলোচনায় আগ্রহ ও গুরুত্ব দেখাবে তখনই আবার মধ্যস্থতা প্রচেষ্টা শুরু হবে।

এদিকে হামাসের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা আসার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেইর–আল–বালাহ শহরে এখনো বোমা হামলা চলছে। সেখানকার বাসিন্দারা ধ্বংসস্তূপের ভেতর স্বজনদের খুঁজে ফিরছেন।

হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এতে ১ হাজার ২০৬ জন নিহত হন। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। সেখানে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৩ হাজার ৭৬৪ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। ইসরায়েলে হামলার সময় হামাস সদস্যরা ২৫১ জনকে জিম্মি করে। এর মধ্যে এখনো ৯৭ জন হামাসের হাতে জিম্মি রয়েছেন। গত শুক্রবার হামাসের মিত্র ইসলামিক জিহাদ ইসরায়েলি এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে। মধ্যস্থতা থেকে কাতার সরে যাওয়ার পর জিম্মিদের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

এদিকে গাজার পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। অক্টোবর মাস থেকে ইসরায়েলি হামলায় সেখানে ৩ হাজার ৩৮০ জন নিহত হয়েছে। এদিকে লেবাননেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। লেবাননের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের একটি খসড়া যুদ্ধবিরতি প্রস্তাব তাঁরা পেয়েছেন। সেটি পর্যালোচনা করা হচ্ছে। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সমর্থক ইরান বলেছেন, তারা লেবাননে যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন জানাবে।

নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত লিসা জনসন গত বৃহস্পতিবার লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ স্পিকার নাবিহ বেরির সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। পাঁচ পাতার ওই প্রস্তাবে ১৩টি পয়েন্ট রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে এ যুদ্ধবিরতি প্রস্তাবে মধ্যস্থতাকারী হিসেবে ফ্রান্স রয়েছে। যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল ও হিজবুল্লাহ রাজি হলে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যৌথ বিবৃতি দেবে। ৬০ দিনের এ যুদ্ধবিরতির সময় লেবানন–ইসরায়েল সীমান্তে সেনা মোতায়েন রাখবে লেবানন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনায় তিন দিন সময় চেয়েছেন বেরি। ইসরায়েল কর্তৃপক্ষ অবশ্য হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখতে চায়। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কূটনৈতিক সমাধানের পথে এগোতে আগ্রহী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings

65525