in

ইন্ডিয়ান আইডলের চ্যাম্পিয়ন কানপুরের বৈভব

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের ১৪ নম্বর সিজনের ট্রফি উঠেছে কানপুরের বৈভব গুপ্তের হাতে। তিন মাসের বেশি দীর্ঘ সফর শেষে গতকাল রোববার চ্যাম্পিয়নের নাম ঘোষণা করা হয়। ইন্ডিয়ান আইডলের ট্রফির সঙ্গে ২৫ লাখ টাকা ও একটি মারুতি সুজুকি ব্রেজা গাড়ি উপহার হিসেবে পেয়েছেন বৈভব।

গতকাল রোববার গ্র্যান্ড ফিনালেতে টপ সিক্সকে নিয়ে শুরু হয় অনুষ্ঠান। টপ সিক্সে ছিলেন ফরিদাবাদের আদ্য মিশ্র, কলকাতার অনন্যা পাল ও শুভদীপ দাস চৌধুরী, বেঙ্গালুরুর অঞ্জনা পদ্মনাভন, কানপুরের বৈভব গুপ্ত, রাজস্থানের পীযুশ পানওয়ার-এর। সবাইকে হারিয়ে শিরোপা জেতেন কানপুরের বৈভব।

ট্রফি জেতার পর বৈভব জানান, এ ট্রফি জেতা তাঁর কাছে স্বপ্নের চেয়েও বেশি। প্রয়াত মা-কে স্মরণ করেন তিনি। তিনি বলেন, ‘আসলে আমি এত দূর আসতে পারব ভাবিনি। তবে যখন এসেছি একদিন আমার সেই স্বপ্নও পূরণ হবে বলে আসা রাখি।’

এবারের সিজনে বিচারকের দায়িত্বে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও কুমার শানু। অনুষ্ঠানে ‘পরম সুন্দরী’, ‘ঘর মোরে পরদেশিয়া’ গেয়েছেন শ্রেয়া। সোনু নিগামের সঙ্গে ডুয়েটে শ্রেয়া গেয়েছেন ‘পিয়া বোলে’, ‘তু বাস দে দে মেরা সাথ’। কুমার শানু গেয়েছেন ‘পাগল মজনু দিওয়ানা, ’ ‘দেখা তেরে মাস্ত নিগাহে’র মতো গান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings