কাফ ইনজুরির কারণে দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ইন্টার মিয়ামির বিপক্ষে প্রীতি ম্যাচে আল নাসরের হয়ে খেলা হচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি ক্লাবটির কোচ লুইস কাস্ত্রো এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
এ সম্পর্কে আল নাসর বস বলেন, ‘ক্রিস্টিয়ানো এই মুহূর্তে পুনর্বাসনের শেষ পর্যায়ে রয়েছেন। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই তিনি দলে ফিরতে পারবেন। আমরা প্রতিটি ম্যাচেই তাকে দারুনভাবে মিস করেছি।’
ম্যাচটি রিয়াদের কিংডম অ্যারেনায় অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ফুটবলে প্রায় এক দশক এই দুই তারকা আধিপত্য দেখিয়ছেন। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে একজনের ঠিকানা হয়েছে যুক্তরাষ্ট্রে, আরেকজন গিয়েছেন মধ্যপ্রাচ্যে। এই ম্যাচটির মাধ্যমে দুই পুরো প্রতিদ্বন্দ্বীর সামনে সুযোগ এসেছিল শেষবারের মঈতো ক্লাবের কোনো প্রতিযোগিতায় একে অপরের মোকাবিলা করার।

মেসির ইন্টার মিয়ামি সোমবার সৌদি পেশাদার লিগের আরেক ক্লাব আল হিলালের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়েছে। আল হিলালের থেকে সাত পয়েন্ট পিছিয়ে সৌদি লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর।
GIPHY App Key not set. Please check settings