in ,

ইউরোপে শ্রমবাজার প্রশস্ত করতে সরকারের প্রতি আহ্বান

সাইফুল ইসলাম (রনি), প্যারিস

বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধ উপায়ে অভিবাসনের পথ প্রশস্ত করার লক্ষ্যে ইউরোপীয় প্রশাসনের সাথে চলমান সম্পর্ক আরও অর্থবহ এবং জোরদার করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।

ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়েবা সদরদপ্তরে ১৩ জুলাই শনিবার অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ২৩তম সভায় এ আহবান জানানো হয়।

এছাড়াও সাম্প্রতিক বছর গুলতে ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক পটপরিবর্তন, আর্থ সামাজিক প্রেক্ষাপট এবং বিভিন্ন দেশে শ্রমিকের সম্ভাব্যতা আমলে নিয়ে দেশে দেশে শ্রমবাজার ধরতে বাংলাদেশ দূতাবাস সমূহকে কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে আরও অনেক সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।

বক্তারা তাদের বক্তৃতা ইউরোপে কি ভাবে বাংলাদেশ কমিউনিটি কে আরও শক্তিশালী পর্যায় নেওয়া যায় এবং বিভিন্ন দেশে অনিয়মিত অভিবাসীদের সমস্যা নিয়ে তারা কথা বলেন।

সভায় আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আহমেদ ফিরোজের পরিচালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন সহ-সভাপতি ফখরুল আকম সেলিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাহারুল ইসলাম মিন্টু, শরীফ আল মোমিন, টি এম রেজা, এমদাদুল হক স্বপন, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু, নুরুল আমিন। ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত আয়েবা নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এ সভায় উপস্থিত ছিলে। সব শেষে সভাপতি তার সমাপনি বক্তব্যর মাধ্যমে সভা শেষ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings