ইউক্রেনকে আরও ৫ হাজার কোটি ইউরো সহায়তা হিসেবে দেওয়ার বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।
বৃহস্পতিবার ইউরোপিয়ান কাউন্সিলের (ইসি) প্রেসিডেন্ট চার্লস মিশেল এ ঘোষণা দেন।
চার্লস মিশেল এক্স–এ দেওয়া (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নের বাজেট থেকে ইউক্রেনকে আরও ৫ হাজার কোটি ইউরো দেওয়ার ব্যাপারে জোটের ২৭ রাষ্ট্রনেতা একমত হয়েছেন।
তবে আশঙ্কা ছিল হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউক্রেনকে আরও অর্থ সহায়তা দেওয়ার ক্ষেত্রে ভেটো দিতে পারেন। কারণ, গত ডিসেম্বরে ইউরোপের নেতাদের সম্মেলনে তিনি এ ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন।
তবে আজকের বৈঠকে ভিক্টর অরবান এ নিয় নতুন করে কোনো আপত্তি জানাননি। এতে করে ইউরোপের সব দেশের রাষ্ট্রনেতাদের সম্মতিতে ইউক্রেনের জন্য ইইউর অর্থ সহায়তার বিষয়টি অনুমোদিত হয়।
বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, ইইউর এই অর্থ সহায়তা থেকে আগামী চার বছর সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন, ভাতা ও সরকারি অন্য ব্যয় নির্বাহে কিয়েভকে সাহায্য করবে।
GIPHY App Key not set. Please check settings