ফ্রান্স বিডিনিউজ ডেস্ক
সমাজের দুস্থ ও অসহায় মানুষের মুখে ঈদে হাসি ফুটাতে গেল কয়েক বছরের ন্যায় এবারও ঈদ উপহার বিতরণ করা হয়েছে প্রকাশক ফাতেমা খাতুন’র অর্থায়নে।
গেল শুক্রবার (২৮ শে মার্চ) কুলাউড়া উপজেলার বড়কাপন গ্রামে প্রায় দেড় শতাধিক পরিবারের সদস্যদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

উপহারের মধ্যে তেল ,ময়দা ,সেমাই চিনিসহ অন্যান্য উপকরণ রয়েছে।
এক বার্তায় প্রকাশক ফাতেমা খাতুন বলেন, ঈদে সবার মুখে হাসি ফুটাতে গেল কয়েক বছর থেকে এই প্রয়াস আমাদের। আগামীতে আরও বড় পরিসরে অনেক মানুষকে এই ঈদ উপহার প্রদান হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের ‘র উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন স্থানীয় মেম্বার ছালিক আহমেদ, কুলাউড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক ব্যাংকার নেয়ামত আলী ও প্রজন্ম যুব সংঘের উপদেষ্টা ব্যবসায়ী জিল্লুর রহমান, অনুলিপির এডমিন আশিকুল ইসলাম বাবু প্রমুখ।
GIPHY App Key not set. Please check settings