in ,

আবারও পেছাচ্ছে ইউরোপের ঘড়ির কাঁটা

ইউরোপের বিভিন্ন দেশে আবারও পরিবর্তন করা হচ্ছে ঘড়ির কাঁটা। রোববার রাত ৩টা থেকে ১ ঘণ্টা পিছিয়ে আনা হবে ঘড়ির কাঁটা। অর্থাৎ রাত ৩টায় ঘড়ির কাঁটা ২টায় নিয়ে আসা হবে।

ইতালি, জার্মানি, ফ্রান্স, স্পেন, হাঙ্গেরি, স্লোভেনিয়া, পোল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, নরওয়ে, সুইডেন, ডেনমার্কসহ ইউরোপের বেশিরভাগ দেশ সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম জোনকে অনুসরণ করে থাকে।

সারা পৃথিবীতে সময় নির্ণয়ের জন্য প্যারামিটার হিসাবে পরিচিত গ্রিনউইচ মিন টাইম বা জিএমটির সঙ্গে ইউরোপের সেন্ট্রাল দেশগুলোর সময়ের ব্যবধান ১ ঘণ্টায় এসে পৌঁছবে।

গ্রিনউইচ মিন টাইম বা জিএমটির সঙ্গে এখন থেকে পূর্ব ইউরোপিয়ান টাইম জোনে থাকা দেশগুলোর সময়ের পার্থক্য হবে ২ ঘণ্টা।

প্রত্যেক বছরের মার্চ মাসের শেষ রোববার ও অক্টোবর মাসের শেষ রোববার অর্থাৎ বছরে দুবার ইউরোপের দেশগুলো তাদের সময়ের পরিবর্তন ঘটায়।

২০০১ সাল থেকে ইউরোপের দেশগুলোতে সময় পরিবর্তনের বিষয়টি শুরু হয়। তখনকার সময় ইউরোপিয়ান ইউনিয়নের এক অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে ঘড়ির কাঁটার পরিবর্তনের বিষয়ে ঐকমত্য পোষণ করে।

এ কারণে প্রত্যেক বছরের মার্চ মাসের শেষ রোববার ঘড়ির কাঁটাকে ১ ঘণ্টা এগিয়ে নেওয়া হয়, যাকে ‘সামার টাইম’ বলা হয়।

আবার অক্টোবরের শেষ রোববার ঘড়ির কাঁটা ১ ঘণ্টা পিছিয়ে আবার মূল সময়ের ধারায় ফিরিয়ে আনা হয়, যা ‘উইন্টার টাইম’ হিসাবে পরিচিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings