ফ্রান্সবিডি ডেস্ক
সম্প্রতি ভাইরাল হওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ “আলো আসবেই” নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
তিনি বলেছেন “গত নির্বাচনে নির্বাচনী নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার জন্য আমাকে মোটা অংকের টাকা প্রস্তাব করা হয়েছিল, আমি সম্মানের সাথে তাদেরকে বলেছিলাম আমি কোন দলের পক্ষে সেটা যে দলই হোক আমি নির্বাচনের প্রচারণে অংশগ্রহণ করব না। কারণ কোন দলকেই আমার যোগ্য মনে হয় না কখনো। আমি বিশ্বাস করি একজন অভিনেতা একজন গায়ক গায়িকা একজন পরিচালক অতঃপর একজন শিল্পী সাধারণ মানুষের তৈরি,মানুষের জন্যই আমরা কাজ করি আর সেই মানুষরাই যখন গণহত্যার শিকার হচ্ছিলেন তখন যেসব শিল্পীরা এসব সমর্থন করছিলেন দুঃখের সাথে বলতে হচ্ছে আপনারা না শিল্পী হতে পেরেছেন না মানুষ! আপনারা আমাদের অনেক সিনিয়র কিন্তু মানুষ হিসেবে আমাদের কাজ থেকে অনেক পিছিয়ে!
ধিক্কার জানাই আপনাদের। আমি জানি না এই গ্রুপে আর কে কে আছেন বা ছিলেন যারা গণহত্যা সমর্থন করেছেন তারাও সমান অপরাধী ✊
এখন যতই ভালো সাজার চেষ্টা করেন কোন লাভ নাই।”
GIPHY App Key not set. Please check settings