in

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং

কদিন আগে ইংল্যান্ডে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব আল হাসান। সেখানে ব্যর্থ হওয়ায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না তিনি।

এবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ করা হয়েছে সাকিবের বোলিং। এমনকি দেশের বাইরে কোনো ঘরোয়া টুর্নামেন্টেও বোলিংয়ে দেখা যাবে না তাকে।

অবশ্য সাকিবের খেলায় কোনো নিষেধাজ্ঞা নেই। কেননা ব্যাটার হিসেবে যেকোনো প্রতিযোগিতায় খেলতে পারবেন তিনি। বিসিবি জানায়, ‘সাকিব আপাতত বোলিং করতে না পারলেও তিনি সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন। বিসিবি জানে যে, সাকিব শিগগিরই তার বোলিং অ্যাকশন বৈধ করার চেষ্টায় একটি আইসিসি স্বীকৃত পরীক্ষা কেন্দ্রে পুনর্মূল্যায়নের জন্য যাবেন। ’

বর্তমানে লঙ্কা টি-টেন লিগে গল মারভেলসের হয়ে খেলছেন সাকিব। কলম্বো জাগুয়ার্সের বিপক্ষে আজকের ম্যাচে ৩ বলে ৬ রান করেন তিনি। তবে বোলিং করেননি এই অলরাউন্ডার।

গত সেপ্টেম্বরে সারের হয়ে সামারসেটের বিপক্ষে কাউন্টিতে একটি ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচে সবমিলিয়ে ৯টি উইকেট নিয়েছিলেন সাকিব। ম্যাচের পরই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরে ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন সাকিব। তাতে প্রমাণ পাওয়া গেছে, সাকিবের কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকেছে বোলিংয়ের সময়।

আইসিসির নিয়মানুযায়ী, কোনো একটি ক্রিকেট বোর্ড যদি একজন বোলারকে নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেট, সব জাতীয় ক্রিকেট বোর্ড এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটিশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।

সবমিলিয়ে সময়টা খুব একটা ভালো কাটছে না সাকিবের। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে আসতে পারছে না। এর মধ্যে তার নামে একটি হত্যা মামলা হয়েছে। ওই ঘটনার পর জাতীয় দলের হয়ে আর মাঠেও নামেননি তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings

65525