in

আনোয়ার হোসেন খোকন প্রধান অতিথি ফ্রান্স বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে

প্যারিস প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী শুক্রবার ফ্রান্সে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। এ উপলক্ষে ফ্রান্স বিএনপির উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি মসজিদ স্তা-তে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এছাড়াও ফ্রান্স বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির মধ্যে থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্থতা কামনা।

ফ্রান্স বিএনপি নেতারা জানিয়েছেন, বিদেশের মাটিতে থেকেও তারা দলের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সঙ্গে ঐক্যবদ্ধ আছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings