in

অভিযোগের জবাব দিলো রাফসানের ‘ব্লু’

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও বেশকিছু নিউজ পোর্টালে ভাইরাল হয় ‘রাফসান দ্যা ছোটভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের ড্রিংকস ব্লু (BLU) তৈরি হচ্ছে নোংরা পরিবেশে। এ কারণে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন। এমন অভিযোগের জবাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১৭ মে) রাতে ‘ব্লু’ এর অফিশিয়াল পেজে প্রসঙ্গে একটি ভিডিও পোস্ট করা হয়। মাত্র ১২ সেকেন্ডের ওই ভিডিওতে ব্লু তৈরির প্রক্রিয়া দেখানো হয়।

পোস্ট করা এ ভিডিওর ক্যাপশনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত মাসের এপ্রিলের ২৪ তারিখ বিএসটিআই তাদের ৩০ হাজার টাকা জরিমানা করে ‘প্যাকেজিং নিবন্ধন সার্টিফিকেট’ এর কারণে। এটা প্রোডাক্টের লেবেল সম্পর্কিত, কোয়ালিটি বা মান সম্পর্কিত নয়।

পোস্টে প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের বিরুদ্ধে আনা কিছু অভিযোগের পটভূমিকা স্পষ্ট করার জন্যই প্রোডাক্ট তৈরির পরিবেশ ভিডিওতে শেয়ার করেছেন তারা।

প্রসঙ্গত, দেশের আলোচিত ইউটিউবার রাফসান সম্প্রতি বাবা-মায়ের বিশাল অংকের ব্যাংক ঋণ ও গাড়ির কেনার ইস্যুতে বিতর্কিত হন। এরপর লাইভে এসে ব্যাংক ঋণ ইস্যুতে ভোগান্তির কথা জানান। তারপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে এক মাস আগের বিএসটিআইর জরিমানার খবর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings