‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’—হিন্দি সিনেমায় একের পর এক হিট গান উপহার দিয়েছেন আতিফ আসলাম। তবে উরি হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করা হয়।
এর পর থেকেই আর হিন্দি সিনেমায় শোনা যায়নি আতিফ আসলামের কণ্ঠ। তার ভক্তদের জন্য সুখবর। বিরতির পর ‘লাভ স্টোরি অব নাইনটিজ’ সিনেমা দিয়ে বলিউড প্লেব্যাকে ফিরছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার
‘লাভ স্টোরি অব নাইনটিজ’ সিনেমাটির পরিচালক অমিত কাসারিয়া। সিনেমাটিতে অভিনয় করেছেন আধ্যায়ন সুমন ও দিবিতা রাই।

বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইডের পক্ষ থেকে জানানো হয়েছে, আতিফের বলিউডে ফেরা নিয়ে সিনেমাটির প্রযোজক ও পরিবেশক হরেশ সঙ্গানি ও ধর্মেশ সঙ্গানি উচ্ছ্বসিত।
জানা গেছে, সিনেমাটিতে রোমান্টিক গান গাইবেন আতিফ আসলাম। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই আতিফের ভক্তরা যে খুব খুশি, সেটা বলার অপেক্ষা রাখে না। নির্মাতাদের আশা, আতিফের গাওয়া গানটি চলতি বছরের অন্যতম হিট হবে।
২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর হয়ে ক্যারিয়ার শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষাতেও গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেন আতিফ আসলাম।
২০১১ সালে পাকিস্তানি ‘বোল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আতিফ অভিনয়জীবন শুরু করেন।
GIPHY App Key not set. Please check settings