in

৬ দিনেও উদ্ধার হননি ভারতে টানেলে আটকা ৪০ জন

ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন একটি টানেল ধসে আটকা পড়া ৪০ শ্রমিককে ছয়দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি।

গেল শনিবার এ টানেলে ধস নামে। শুক্রবার উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসাবশেষের ভেতর দিয়ে অর্ধেক পর্যন্ত খনন করেছেন তারা। উদ্ধারকাজে আরও সময় প্রয়োজন।

আটকা পড়া শ্রমিকদের উদ্ধারের লক্ষ্যে ওই টানেলে আরেকটি টানেল তৈরি করা হচ্ছে। এ টানেল দিয়ে পাঠানো হবে পাইপ। আর তার সাহায্যে শ্রমিকদের উপরে নিয়ে আসার চেষ্টা চালানো হবে।

টানেল খননের জন্য বুধবার দিল্লি থেকে বিমানবাহিনীর উড়োজাহাজে করে একটি বিশালাকার খননযন্ত্র আনা হয়। তবে খননের সময় বড় প্রস্তরখণ্ডে (বোল্ডার) আঘাত লাগে। তাতে আর খনন করা যায়নি।,

উড়োজাহাজে দ্বিতীয় একটি খননযন্ত্র আনা হচ্ছে বলে গতকাল জানান কর্মকর্তারা।

সরকারের সড়ক ও অবকাঠামো করপোরেশনের পরিচালক আনশু মনীষ সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ২৪ মিটার (৭৮ ফুট) সুড়ঙ্গ খনন করা হয়েছে। আটকা পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য আরও ৩৬ মিটার (১১৮ ফুট) খনন করতে হবে। এর জন্য সময় লাগবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings