in

৬৩ হলে মোশাররফ করিমের ‘হুব্বা’

ঢাকা ও পশ্চিমবঙ্গে শুক্রবার (২০ জানুয়ারি) একযোগে মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত টালিউড সিনেমা ‘হুব্বা’। পশ্চিমবঙ্গের পরিচালক ব্রাত্য বসু পরিচালিত সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া।

ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, সারা দেশের ৬৩টি সিনেমা হলে দেখা যাবে সিনেমাটি। ইতিমধ্যেই সিনেমাটি মন্ত্রণালয় থেকে মুক্তির অনুমতি পেয়ে সেন্সর ছাড়পত্র পেয়েছে।

নব্বইয়ের দশকের শেষের দিকে উত্থান ঘটে হুগলির ডন খ্যাত হুব্বা শ্যামল নামে এক গ্যাংস্টারের। হুগলি জেলার অপরাধজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই শ্যামল। তাঁর জীবন এবার বড় পর্দায় আসতে যাচ্ছে। ‘হুব্বা’ শিরোনামের এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম।

উল্লেখ্য, ‘হুব্বা’ সিনেমাটি প্রযোজনা করেছে প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। মোশাররফ করিম ছাড়াও এতে পুলিশের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। এ ছাড়াও আছেন—পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings