রোববার মুক্তি পেল ‘টাইগার ৩’। সোশ্যালে সকাল থেকেই সালমান অভিনীত ছবিটি নিয়ে অনুরাগীদের উৎসাহ চোখে পড়েছে। ‘পাঠান’ অবতারে এই ছবিতে রয়েছেন শাহরুখ খান। দুই খানের উপস্থিতি নিয়েও অনুরাগীদের মধ্যে চলছে জোর আলোচনা।
তিন দশক আগে ১২ নভেম্বর শাহরুখ অভিনীত একটি ছবি মুক্তি পায়। ‘বাজিগর’ নামের সেই ছবি বক্স অফিসে কী কী নজির সৃষ্টি করেছিল, তা নতুন করে বলার প্রয়োজন নেই। তার থেকেও বড় কথা, সেই সময় ছবিটি শাহরুখের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
ছবিতে শাহরুখের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন কাজল। প্রেক্ষাগৃহে এই ছবির মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষে নিজের মনের কথা লিখে জানালেন কাজল।

রোববার সোশ্যালের পাতায় একটি পোস্ট করেন কাজল। সেখানে ‘বাজিগর’ ছবির বিভিন্ন মুহূর্তের ছবি দেখা যাচ্ছে। সঙ্গে কাজল লেখেন, বাজিগরের ৩০ বছর মানে, আমার ক্যারিয়ারের একাধিক ঘটনার সূচনা।
কাজল জানান, এ ছবির শুটিংয়ের সময় তার বয়স ১৭ বছর। অভিনেত্রী লিখেছেন, পরিচালক দুজন আমাকে তাদের প্রিয় সন্তানের মতোই দেখতেন।
পাশাপাশি, এই ছবির কলাকুশলীদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। কাজল আরও লেখেন, ‘‘কত স্মৃতি এবং মজার মুহূর্ত। আজও প্রতিটা গান এবং সংলাপ আমার মুখে হাসি ফোটায়।
চলতি বছরে ‘লাস্ট স্টোরিজ় ২’ সিরিজ়ে কাজলের অভিনয় দর্শকদের পছন্দ হয়েছিল। পাশাপাশি ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজ়েও মুখ্য চরিত্রে ছিলেন তিনি।
GIPHY App Key not set. Please check settings