in

৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি সারা দেশে পিঠা উৎসব হবে

বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় পিঠা উৎসব-১৪৩০ আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

পিঠা উৎসবের প্রথম দিন ৩১ জানুয়ারি বিকাল ৫ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব মো:মাহবুব হোসেন উপস্থিত থাকবেন।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব খলিল আহমদ এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান। স্বাগত বক্তৃতা প্রদান করবেন শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক ও গবেষক বাশার খান।

পিঠা উৎসব-২০২৪ উপলক্ষে আগামীকাল সোমবার বিকাল ৩টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের সেমিনার কক্ষে (লিফট-৬) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings