in ,

১৬ বছর হলেই করা যাবে লিঙ্গ পরিবর্তন, আইন পাস সুইডিশ সংসদে

লিঙ্গ পরিবর্তন নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল সুইডেনের সংসদ। ইউরোপের দেশটিতে লিঙ্গ পরিবর্তন আইন আরও সহজ করা হয়েছে। সেই সঙ্গে লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত বয়ঃসীমা শিথিল করা হয়েছে। এখন থেকে ১৬ বছরের বেশি হলে অভিভাবকের অনুমতি, মেডিকেল সার্টিফিকেট ছাড়াই লিঙ্গ পরিবর্তন করতে পারবেন সুইডেনের নাগরিকরা। এ সংক্রন্ত একটি আইনের অনুমোদন দিয়েছে সুইডিশ সংসদ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বর্তমানে সুইডেনে লিঙ্গ পরিবর্তনের জন্য ন্যূনতম বয়সসীমা রয়েছে ১৮। তার নিচে কেউ লিঙ্গ পরিবর্তন করাতে চাইলে অভিভাবকের অনুমতির পাশাপাশি চিকি‍ৎসকদের কাছ থেকেও ছাড়পত্র নিতে হতো। তার পরে আবেদন জানাতে হতো জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ পর্ষদের কাছে (এনবিএইচডব্লিউ)। এখন থেকে আর সেই বাধ্যবাধকতা থাকল না।

বুধবার সুইডিশ সংসদের পক্ষে লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত আইনের সংশোধনী পেশ করা হয়। বিতর্ক শেষে প্রস্তাবের পক্ষে ভোট দেন ২৩৪ জন এমপি। প্রস্তাবের বিরুদ্ধে ভোট পড়ে ৯৪টি। আর ২১ জন এমপি ভোটাভুটিতে অংশ নেননি।

দীর্ঘদিন ধরেই সুইডেনে লিঙ্গ পরিবর্তনের দাবিতে সরব একাধিক সংগঠন। গত কয়েক বছরে ইউরোপের একাধিক দেশ লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে বয়সসীমা কমানোয় ওই দাবি ক্রমশই জোরালো হয়ে উঠেছিল। ২০২২ সালে ব্রিটেন ও স্কটল্যান্ড লিঙ্গ পরিবর্তন আইন সহজ করেছিল। গত বছর অর্থা‍ৎ ২০২৩ সালে ইউরোপের আর এক দেশ স্পেনও লিঙ্গ পরিবর্তন আইনের পরিবর্তন ঘটিয়েছিল। ১৮ বছরের বয়সসীমা কমিয়ে ১৬ বছর করেছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings