in

হেলিকপ্টারে উড়ে তামিম গেলেন শোরুম উদ্বোধন করতে

বিকেল ৩টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নামল কালো একটা হেলিকপ্টার। কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে হেলিকপ্টার থেকে নামলেন তামিম ইকবাল। হেলিকপ্টার থেকে বের হতেই তাকে ঘিরে ধরল ভক্তদের জটলা। জটলা ঠেলে তামিম এগোতে থাকলেন সামনে।

ফরচুন বরিশাল সতীর্থ সাইফউদ্দিনের সঙ্গে তামিম আজ বিকেলে গিয়েছিলেন ফেনীতে। না, সেখানে কোনো ক্রিকেটীয় কিংবা সংবর্ধনার অনুষ্ঠানে নয়। সাইফউদ্দিনের শহর ফেনিতে তামিম গিয়েছেন একটি শো-রুম উদ্বোধন করতে।

সাইফউদ্দিনের সঙ্গে তামিম যে ফেনীতে যাবেন, আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। বাঁহাতি ওপেনার সেখানে পৌঁছাতেই তাই নামে ভক্তদের ঢল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা তামিম কদিন আগে বিতর্কিত হয়েছিলেন দেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারণায় অংশ নিয়ে। কল্পিত অডিও ফাঁসের সেই প্রচারণায় অংশ নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। পরে তাঁদের একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

এত দিন শোরুম উদ্বোধনে সাধারণত সাকিব আল হাসানের মুখই বেশি দেখা যেত। এখন তামিমকেও দেখা যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম দূরে থাকলেও নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন। আর আদৌ তিনি জাতীয় দলে ফিরবেন কি না, সেটি এখনো অজানা। সাকিব আল হাসান অবশ্য এক বছর পর ফিরেছেন টেস্ট দলে। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি চট্টগ্রাম টেস্ট খেলবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings