নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া-৪ আসনের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
রোববার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে প্রার্থীদের আপিল আবেদনের ওপর যে শুনানি নির্বাচন কমিশনে চলছে, তাতে হিরো আলমের পক্ষে রায় দিয়েছে ইসি।
প্রার্থিতা ফিরে পেয়ে ইসিকে ধন্যবাদ জানিয়ে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার প্রত্যয়ের কথা বলেছেন তিনি। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারেও আশাবাদের কথাও জানিয়েছেন তিনি।

বিকেল সাড়ে ৩টায় নির্বাচন কমিশনে আপিল শুনানিতে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। প্রার্থিতা ফিরে পেতে গত ৬ নভেম্বর ইসিতে আপিল করেছিলেন হিরো আলম।
হিরো আলম বলেন, আমার শুধু সই ছিল না। আমি জোর গলায় বলেছিলাম ইসি থেকে প্রার্থিতা ফিরে পাব। শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছি। ইসিকে ধন্যবাদ। ডাব মার্কা প্রতীকে ভোট করব। শেষ পর্যন্ত মাঠে থাকব। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হব আশা করি। আগে কোনো দলে যোগ দেইনি। এবারই বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হলাম।
আওয়ামী লীগের অধীনে আর কোনো ভোটে যাবেন না বলে আগে ঘোষণা দিলেও এবার দ্বাদশ সংসদ নির্বাচনে আসার কারণও জানান হিরো আলম।
তিনি বলেন, নির্বাচনে হিরো আলম মাঠে থাকলে নির্বাচন সুষ্ঠু হয় নাকি অসুষ্ঠু হয় তা প্রমাণ করে দিতে পারি। এলাকার লোকজন চাইছে তাই ভোটে আছি।
GIPHY App Key not set. Please check settings