অভিনেত্রী জয়া আহসানের অভিষেক হলো হিন্দি সিনেমায়। ভারতীয় ওটিটি প্ল্যাটফরম জি ফাইভে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীর সিনেমা ‘কড়ক সিং’।
সিনেমাটিতে নয়না চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবির গল্প অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তাকে নিয়ে। এ কর্মকর্তা শ্রীবাস্তব ওরফে কড়ক সিং কেন, কীভাবে হাসপাতালে হাজির হলেন, তা নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনী।
তারকাবহুল এ ছবিতে জয়া ছাড়াও আছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। আরও রয়েছেন পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ। গত মাসে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির।

সেই প্রিমিয়ারে হাজির ছিলেন জয়া আহসান। এ ছবি প্রসঙ্গে জয়া বলেন, আসলে হলিউড, বলিউড, টলিউড কিংবা ঢালিউড মুখ্য বিষয় না। প্রধান বিষয় হলো আমার কাজটা কেমন। কাজ ভালো হলে যেকোনো জায়গায় হলেই আমি আনন্দিত।
তিনি বলেন, ‘কড়ক সিং’ ছবিটি আমার কাছে বিশেষ। কারণ, ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী এবং আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। আমি সব সময় অনিরুদ্ধ ও পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। এবার সেই ইচ্ছেটাও পূরণ হলো।
এদিকে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী জানিয়েছেন, তার পরবর্তী ছবিতেও কাজ করতে যাচ্ছেন জয়া আহসান।
GIPHY App Key not set. Please check settings