in

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নুসরাত ফারিয়া

চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় ফারিয়াকে।

জানা গেছে, তাকে অচেতন অবস্থায় হাসপাতাল ভর্তি করানো হয়েছিল। আপাতত তার শারীরিক অবস্থা কিছুটা ভালো। এ কারণেই তাঁকে বাসায় নেওয়া হয়েছে।

নুসরাত ফারিয়ার হাসপাতাল ছাড়ার খবরটি নিশ্চিত করেছেন তার মা ফেরদৌসি পারভীন। তিনি বলেন, গতকাল রাতে তাকে যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, সেই তুলনায় এখন কিছুটা ভালো আছে। সিটি স্ক্যান করার কথা ছিল। কিন্তু প্রয়োজনীয় সুবিধা না থাকায় এদিন করতে পারিনি। দুই দিন পর সিটি স্ক্যান করতে হবে।

এর আগে তিনি জানিয়েছিলেন, কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গতকাল তা গুরুতর আকার ধারণ করে। একটা পর্যায়ে বাসায় জ্ঞান হারান তিনি। এরপর তার মা ও পরিবারের অন্য সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

তিনি জানান, কয়েক মাস ধরে ফারিয়ার মাথাব্যথা। ইদানীং একটু বেশি ব্যথা হচ্ছে। কষ্ট পাচ্ছে খুব। গতকাল রাতে তা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। মাথাব্যথার কারণে ঘুমাতেও পারে না। আগে তো মাথাব্যথার কারণে টুকটাক ওষুধ খেত। এখন সেসবে কাজও করছে না।’

তিনি বলেন, ফারিয়া শারীরিকভাবেও খুব দুর্বল। খাওয়াদাওয়ায় খুবই অনিয়ম করে। এই অনিয়মের কারণে শারীরিক দুর্বলতাটা বেড়েছে। গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে। ফারিয়া আরেকটু সুস্থ হলে হয়তো থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে আসবে। তাকে যারা পছন্দ করেন, তাদের উদ্দেশে বলতে চাই, ফারিয়ার জন্য সবাই দোয়া করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings