in

হাসপাতালে ভর্তি জাহিদ হাসান

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জাহিদ হাসান। গত চার দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি প্রতিষ্ঠানের ‘সি’ ব্লকের একটি কেবিনে ভর্তি আছেন। এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে।

জানা গেছে, গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ। সেখানেই ঠান্ডা লাগে তাঁর। ১৭ জানুয়ারি শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে যান জাহিদ হাসান। শারীরিক অবস্থা দেখে চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তাঁর স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings