শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। সোমবার বিকেল ৩টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। কলকাতা মেডিকেল কলেজের সিসিইউতে রাখা হয়েছে তাকে।
হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন শিল্পীর অনুরাগীরা। সন্ধ্যার দিকে কবীর সুমন নিজেই তার অসুস্থতার খবর জানিয়ে ভক্তদের চিন্তা করতে বারণ করলেন। ফেসবুকে কবীর সুমন লেখেন, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগির সেরে উঠব, চিন্তা করবেন না।’
কলকাতার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কবীর সুমন অসুস্থ। সোমবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মেডিসিন ও হৃদ্রোগ বিভাগের চিকিৎসকেরা শিল্পীর চিকিৎসা করছেন। আপাতত সুমনকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

গত বছরের নভেম্বরে চার দিনের বাংলা খেয়াল কর্মশালা উপলক্ষে সর্বশেষ ঢাকায় আসেন কবীর সুমন। এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন তিনি। তাঁর প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এই অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে। এ উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাইয়ের ৩০ বছর উদ্যাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই গায়ক।
GIPHY App Key not set. Please check settings