স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানী, চিকিৎসক, ইমামসহ সবাইকে সম্মিলিত উদ্যোগে কাজ করার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
শিক্ষামন্ত্রী বুধবার রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে দেশের ফাযিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহবান জানান।
তিনি বলেন, যারা সমাজে খতিব হবেন, ইমামতি করবেন তারা সমাজের নেতা। তারা শুধু ধর্মীয় নেতা নন, সমাজেরও নেতা। সমাজের উন্নয়নে তাদেরকে এগিয়ে আসতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ধর্মীয় নেতৃবৃন্দের মাধ্যমে আমরা নানান বিষয় যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি, দক্ষতানির্ভর শিক্ষা ব্যবস্থা বা নিষ্ঠাবান হওয়ার কথা সাধারণ জনগণকে শেখাতে পারি।
GIPHY App Key not set. Please check settings