in

সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

ফখর জামানের ঝোড়ো সেঞ্চুরিতে ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান। শনিবার নিজেদের অষ্টম ম্যাচে পাকিস্তান বৃষ্টি আইনে ২১ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে।

এই জয়ে ৮ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠল পাকিস্তান। সমানসংখ্যক ম্যাচে পাকিস্তানের সমান ৮ পয়েন্ট থাকলেও রান রেটে এগিয়ে চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড।

৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে ষষ্ঠ স্থানে আছে আফগানিস্তান। এই তিন দলেরই সেমিতে যাবার সুযোগ থাকছে।

এ ম্যাচে নিউজিল্যান্ড হেরে যাওয়ায় স্বাগতিক ভারতের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে প্রোটিয়ারা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।

পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৪০১ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। রবীন্দ্র ৯৪ বলে ১০৮ রান করেন। জবাবে ফখরের ৮১ বলে অনবদ্য ১২৬ রানে বৃষ্টি আইনে জয় পায় পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ৪০১/৬, ৪৬.৩ ওভার (রবীন্দ্র ১০৮, উইলিয়ামসন ৯৫, ওয়াসিম ৩/৬০)।
পাকিস্তান : ২০০/১, ২৫.৩ ওভার (ফখর ১৩৬, বাবর ৬৬, সাউদি ১/২৭)।
ফল : বৃষ্টি আইনে পাকিস্তান ২১ রানে জয়ী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings