র্যাঙ্কিংয়ে ১২ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ পুরো ম্যাচে আধিপত্য দেখাল র্যাঙ্কিংয়ে ১৩০ নম্বরে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে।
অনেকটা একতরফা খেলেই সাবিনা খাতুনের দল সিঙ্গাপুরকে হারিয়েছে ৩-০ গোলে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন তহুরা খাতুন। অন্য গোলটি আফিদা খন্দকারের।।
শুক্রবার কমলাপুরে শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা সিঙ্গাপুরকে কোনো সুযোগই দেয়নি। শুরু থেকে শেষ পর্যন্ত বল নিজেদের পায়ে রেখেই খেলেছে তারা।

সাবিনা খাতুনের নেতৃত্বে তহুরা, সানজিদা, ঋতুপর্না, মারিয়া মান্দা, মনিকা চাকমারা সারাক্ষণই পায়ে পায়ে বল নিয়ে খেলেন সিঙ্গাপুরের সীমানায়।
একতরফা আধিপত্য থাকলেও গোলের পরিষ্কার সুযোগ সেভাবে তৈরি হয়নি। তবে যে সুযোগগুলো তারা পেয়েছে, সেগুলো কাজে লাগাতে পারলে জয়ের ব্যবধান আরও বড় হতেই পারত।
ম্যাচের এক মিনিটেই গোল করে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। সিঙ্গাপুরের এক ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে প্রায় একক প্রচেষ্টায় বল নিয়ে ঢুকে পড়েছিলেন তহুরা খাতুন। কিন্তু সিঙ্গাপুরের গোলকিপার তান লি বিনকে একা পেয়েও তিনি গোল করতে পারেননি।
পরের মিনিটেই এগিয়ে যায় সাইফুল বারী টিটুর দল। সাবিনা শর্ট কর্নার থেকে প্রথমে বল ঠেলেছিলেন মারিয়া মান্দাকে। মারিয়া সেই বল আবার দেন সাবিনাকে। এরপর সাবিনা গোলমুখে যে ক্রসটি ফেলেন তা থেকে হেড করে গোল করেন আফিদা খন্দকার।
বাংলাদেশে দ্বিতীয় গোলটি পায় ১৬ মিনিটে। এ গোলটি পেতে পারতেন মারিয়াই। মারিয়া সিঙ্গাপুরের রক্ষণভাগের এক খেলোয়াড়ের পা থেকে বল কেড়ে একক প্রচেষ্টায় ঢুকে যান গোলমুখে। তার সামনে যখন শুধু সিঙ্গাপুরের গোলকিপার তান লি বিন, তখন পাশে তিনি বল ছেড়ে দেন তহুরাকে। সহজেই বল জালে পাঠান তিনি।
বাংলাদেশের পক্ষে তৃতীয় গোলটি করেন তহুরাই। এই গোলটি ছিল অসাধারণ। ৫৯ মিনিটে মাসুরা পারভীনের পেছনে থেকে বাড়ানো লম্বা থ্রু সিঙ্গাপুরের বক্সের মাথায় পেয়ে যান তহুরা। তিনি দারুণভাবেই সেটি সিঙ্গাপুরের গোলকিপারের মাথার ওপর দিয়ে পাঠিয়ে দেন জালে।
GIPHY App Key not set. Please check settings