সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে টেবিলের শীর্ষেই থাকলো রংপুর রাইডার্স। মঙ্গলবার নিজেদের সপ্তম ম্যাচে রংপুর ৬০ রানে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে।
ব্যাট হাতে ২০ বলে ৩৪ রানের পর বোলিংয়ে ১৬ রানে ৩ উইকেট নেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া সাকিব। ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে খুলনা টাইগার্স। প্রথম ম্যাচ জয়ের পর টানা পঞ্চম ম্যাচ হেরে ৬ খেলায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে নেমে গেল ঢাকা।
মিরপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে রংপুর। ওপেনিং জুটিতে দলটি ৭.৪ ওভারে ৬৭ রান তুলে ফেলে। রনি তালুকদার ২৪ বলে ৩৯ রান করে ফিরে যান। ছয়টি চার ও একটি ছক্কার শট খেলেন তিনি।

এরপর বাবর আজম ও সাকিব ৫২ রান যোগ করেন। ওপেনার বাবর ৪৩ বলে পাঁচটি চারের শটে ৪৭ রান করে ফিরলে ওই জুটি ভাঙে। সাকিব ফেরার পর নুরুল হাসান ১০ বলে ১৬ ও মোহাম্মদ নবী ১৬ বলে তিন ছক্কায় ২৯ রান করেন।
জবাব দিতে নেমে ১৮ ওভারে ১১৮ রানে অলআউট হয় ঢাকা। ওপেনার মোহাম্মদ নাঈম ৪১ রান করেন। লোয়ারে ইরফান শুক্কুর ২১ ও তাসকিন ১৫ রান যোগ করেন। সাকিবের ৩ উইকেটের পাশাপাশি রংপুরের শেখ মাহেদী, সালমান ইরশাদ ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নিয়েছেন।
GIPHY App Key not set. Please check settings