in

সাকিবের আউটে তামিমের ভিন্ন উদযাপন

সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার তিক্ত সম্পর্ক যেন নতুন মাত্রা যোগ করেছে চলমান বিপিএলে।

তামিমকে আউটের পর সাকিবের উদযাপন, পরক্ষণে সাকিবের আউটের তামিমের উদযাপন নিয়ে আলোচনা ও সমালোচনায় মেতেছেন দর্শক-ভক্তরা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচ শেষ হওয়ার আগেই সামাজিক মাধ্যমে দুই উদযাপনের ভিডিও ছড়িয়ে পড়ে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে ‍মুখোমুখি হয়েছিল সাকিবের রংপুর ও তামিমের বরিশাল।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে রংপুরের বোলারদের বিপক্ষে মারকুটে ছিলেন তামিম। পুরোপুরি ক্রিজের আধিপত্য নেয়ার আগে পঞ্চম ওভারে আক্রমণে এসে তাকে প্রথম বলেই শিকার করেন সাকিব।

তার ঘূর্ণিতে পরাস্ত হয়ে শর্ট মিড অনে ক্যাচ তুলে দেন তামিম। মুমিনুল হক বল হাতে লুফে নেয়ার সঙ্গে সঙ্গেই তামিমের দিকে আড়চোখে তাকিয়ে এক হাত তুলে মুষ্টিবদ্ধ অবস্থায় উদযাপন করেন সাকিব। ২০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে আউট হন তামিম।

পরক্ষণে রংপুরের হয়ে ব্যাট করতে নেমে ঝড় তোলেন সাকিবও। ১৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন তিনি। মাঠ ছাড়েন মেহেদী হাসান মিরাজের বলে বদলি ফিল্ডার প্রীতম কুমারের হাতে ক্যাচ দিয়ে। সে সময় সাকিবের উদযাপনটা কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নকল করেন তামিম।

ক্যামেরায় সে দৃশ্য ধরা পড়তেই সামাজিক মাধ্যমে দুজনের উদযাপনের ভিডিও জোড়া দিয়ে ছড়িয়ে পড়ে। এদিন দুদলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩ বল হাতে রেখে ১ উইকেটের জয় তুলে নেয় সাকিবের রংপুর। এর আগে চলতি আসরে প্রথম দেখায় ঢাকায় ৫ উইকেটের জয় পেয়েছিল তামিমের বরিশাল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings