প্রথম দল হিসেবে চলমান ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। ব্যাটিং-বোলিং নৈপুণ্যে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে বৃহস্পতিবার ভারত ৩০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। রান বিবেচনায় বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় বড় জয়।
এই জয়ে লিগ পর্বে ২ ম্যাচ বাকি থাকতে ৭ খেলায় অংশ নিয়ে সবগুলোতে জিতে ১৪ পয়ন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে সেমির টিকিট নিশ্চিত করেছে ভারত। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে শ্রীলঙ্কা। সেমির আশা অনেকটাই ফিকে হয়ে গেছে লঙ্কানদের।
তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরির ওপর ভর করে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান করে স্বাগতিক ভারত। শুভমান গিল ৯২, বিরাট কোহলি ৮৮ ও শ্রেয়াস আইয়ার ৮২ রান করেন। শ্রীলঙ্কার বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কা ১০ ওভারে ৮০ রানে ৫ উইকেট নেন।

জবাবে মোহাম্মদ সামির আগুন বোলিংয়ে ১৯ দশমিক ৪ ওভারে ৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বিশ্বকাপে এটিই সর্বনিম্ন রান শ্রীলঙ্কার। ১৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সামি।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ৩৫৭/৪, ৫০ ওভার (গিল ৯২, কোহলি ৮৮, মাদুশঙ্কা ৫/৮০)।
শ্রীলংকা : ৫৫/১০, ১৯.৪ ওভার (রাজিথা ১৪, ম্যাথুজ ১২, সামি ৫/১৮)।
ফল : ভারত ৩০২ রানে জয়ী।
GIPHY App Key not set. Please check settings