in

শুক্রবার ও শনি ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় পরিশোধের সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার সারা দেশে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রাখা হবে। বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের এক স্মারকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আজ পরিপত্র জারি করেছে।

আদেশে বলা হয়েছে, সংসদ নির্বাচন–সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সীমিতসংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরী এবং জেলা ও উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখা হবে। এ জন্য আগামী ৫ ও ৬ জানুয়ারি অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির এই দুই দিনও এসব তফসিলি ব্যাংক খোলা থাকবে।

তবে ব্যাংকের যে কর্মকর্তা বা কর্মচারীদের ভোট গ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের উল্লিখিত ব্যাংকিং কাজে নিয়োজিত না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings