নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটিং নৈপুণ্যে ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
সোমবার নিজেদের অষ্টম ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। বিশ্বকাপে এই প্রথম শ্রীলঙ্কাকে হারাল টাইগাররা।
এই জয়ে ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে উঠল বাংলাদেশ। এতে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বেঁচে থাকল বাংলাদেশের। এই হারে বিশ্বকাপের লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো শ্রীলঙ্কার। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে শ্রীলঙ্কা।

চারিথ আসালঙ্কার সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। ১০৫ বলে ১০৮ রান করেন আসালঙ্কা।
জবাবে শান্তর ৯০ ও সাকিবের ঝড়ো ৮২ রানের সুবাদে ৫৩ বল বাকী রেখে টানা ছয় ম্যাচ হারের পর জয়ের দেখা পায় বাংলাদেশ। ব্যাটিংয়ের আগে বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিব।
আগামী ১১ নভেম্বর পুনেতে বিশ্বকাপে নিজেদের নবম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
GIPHY App Key not set. Please check settings