লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি ডিটেনশন সেন্টারে আটক আরও ২৬৩ জন অনথিভুক্ত বাংলাদেশী অভিবাসীকে ৫ ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম রোববার ঢাকায় এক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ত্রিপোলিতে এর মিশন এবং আইওএমের আর্থিক সহায়তায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে।
এর আগে ২৮ ও ৩০ নভেম্বর যথাক্রমে ১৪৩ ও ১১০ জন বাংলাদেশি বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে একই প্রক্রিয়ায় লিবিয়া থেকে এখানে ফিরে আসেন।

এসব বাংলাদেশি অনথিভুক্ত অভিবাসীদের ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক করা হয়েছে।
আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে পকেট মানি ও খাদ্য সামগ্রী হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা দেওয়া হয়েছে।
লিবিয়া থেকে অনিয়মিত বাংলাদেশিদের প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান রফিকুল আলম।
GIPHY App Key not set. Please check settings