নতুন ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন আরিফিন শুভ। এতে শুভর নায়িকা হবেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। ‘লহু’ নামের সিরিজটি পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের নির্মাতা রাহুল মুখার্জি।
গেল অক্টোবরে ভারতে যাত্রা শুরু করে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সে ধারাবাহিকতায় ভারতে চরকি তাদের কনটেন্ট নির্মাণ শুরু করেছে। লহু হতে যাচ্ছে ভারতে চরকির প্রথম নির্মাণ। নভেম্বরের শেষের দিকে শুরু হবে ওয়েব সিরিজটির শুটিং।
আরিফিন শুভ বলেন, অবশ্যই এটা অনেক আনন্দের ও এক্সসাইটমেন্টের বিষয়। শুধু আমার জন্য না, আমাদের যত দর্শক আছেন, তাদের জন্যেও খুশির খবর যে, পশ্চিমবঙ্গে চরকির কাজ শুরু হতে যাচ্ছে।
তিনি বলেন, ওয়েব সিরিজটির স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কেমন, তা বোঝার চেষ্টা করছি।

সোহিনী সরকার বলেন, আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী সিরিজটি নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে। এতে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধি বাড়ল, ভেবেই ভালো লাগছে। লহু ওয়েব সিরিজটির গল্প, প্লট একদম ভিন্ন। আশা করছি, ভারো একটা কাজ হবে।
আরিফিন শুভ ও সোহিনীর সঙ্গে লহু ওয়েব সিরিজে আরও অভিনয় করবেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ।
লহু সিরিজের পরিচালক রাহুল মুখার্জি এর আগে ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নামে দুটি সিনেমা বানিয়েছেন।
GIPHY App Key not set. Please check settings