সাইফুল ইসলাম (রনি) প্যারিস,ফ্রান্স
ইউরোপের অন্যতম কুখ্যাত গ্যাংস্টার মোহাম্মদ আমরা, যিনি ‘দ্য ফ্লাই’ নামে পরিচিত, তাকে রোমানিয়ায় গ্রেপ্তারের পর ফ্রান্সে হস্তান্তর করা হয়েছে। ফরাসি পুলিশ জানিয়েছে, তাকে অস্ত্র ও মাদক চোরাচালান, ডাকাতি এবং হত্যার মতো গুরুতর অপরাধের অভিযোগে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল।
মোহাম্মদ আমরা ফ্রান্সে একাধিক অপরাধের সঙ্গে জড়িত থাকলেও ২০২৩ সালে একটি জেল ভেঙে পালিয়ে যান। তারপর থেকে তিনি ইউরোপজুড়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, প্রচুর নগদ অর্থ ও অস্ত্র উদ্ধার করা হয়। রোমানিয়ার আদালতে তার প্রত্যর্পণ বিষয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে গতকাল (২৪ ফেব্রুয়ারি) তাকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়।
কে এই ‘দ্য ফ্লাই’? ৩১ বছর বয়সী মোহাম্মদ আমরা ফ্রান্সের মার্সেই শহরের এক কুখ্যাত গ্যাং লিডার। তিনি বিভিন্ন অপরাধমূলক চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন, বিশেষ করে ড্রাগ ব্যবসা, চাঁদাবাজি এবং সশস্ত্র ডাকাতির জন্য (কুখ্যাত) ছিলেন।
২০২৩ সালে জেল থেকে পালানোর পর তিনি বিভিন্ন দেশে আত্মগোপনে ছিলেন এবং একাধিক ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন। পুলিশের ভাষ্যমতে, তিনি ফ্রান্স ও ইউরোপজুড়ে একটি শক্তিশালী অপরাধ চক্র পরিচালনা করছিলেন।
ফ্রান্সে পৌঁছানোর পর প্যারিসের চার্লস দে গল বিমানবন্দরে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে এবং তাকে সরাসরি ফরাসি বিশেষ নিরাপত্তা কারাগারে পাঠানো হয়েছে।
বিচারে দোষী সাব্যস্ত হলে তার আজীবন কারাদণ্ড হতে পারে। প্রসিকিউটররা ইতোমধ্যে তার বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা, সংঘবদ্ধ অপরাধ ও জেল পালানোর অভিযোগ এনেছেন।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, “মোহাম্মদ আমরা একজন ভয়ংকর অপরাধী, এবং তাকে আইনের আওতায় আনা আমাদের নিরাপত্তা বাহিনীর বড় অর্জন। ফ্রান্সে অপরাধ দমনে আমাদের অভিযান চলবে।”
‘দ্য ফ্লাই’-এর গ্রেপ্তার ও প্রত্যর্পণ ইউরোপজুড়ে অপরাধ দমনের ক্ষেত্রে এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এখন সবাই অপেক্ষা করছে, ফরাসি আদালতে তার বিচার কবে শুরু হয় এবং তার শেষ পরিণতি কী হয়।

GIPHY App Key not set. Please check settings