in

রোনালদো-মানের জোড়া গোলে নাসরের বড় জয়

সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানের জোড়া গোলে বড় ব্যবধানে জিতেছে আল-নাসর। মঙ্গলবার জেদ্দার প্রিন্স আব্দুল্লাহ আল-ফয়সাল স্টেডিয়ামে করিম বেনজেমার আল-ইত্তিহাদকে ৫-২ গোলে হারিয়েছে সিআর সেভেনরা।

ম্যাচে ১৪ মিনিটেই আবদেরাজ্জাক হামদাল্লাহর গোলে এগিয়ে যায় স্বাগতিক আল-ইত্তিহাদ। ১৯ মিনিটে স্পট কিক থেকে রোনালদোর পেনাল্টিতে সমতায় ফিরে আল-নাসর। এরপর বিরতির আগে অ্যান্ডারসন টালিসকার গোলে এগিয়ে যায় তারা।

বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পর সমতায় ফেরে ইত্তিহাদ। ৫১ মিনিটে হামদাল্লাহর দ্বিতীয় গোলে সমতায় ফিরে করিম বেনজেমারা। ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইত্তিহাদের ফ্যাবিনহো। ৬৮ মিনিটে ডি বক্সের ভেতর ওটাভিওকে ফাউলের কারণে ফ্যাবিনহোর বিরুদ্ধে পেনাল্টি পায় আল-নাসর। এতেই নিজের দ্বিতীয় গোলটি করেন সিআর সেভেন।

এরপর দৃশ্যপটে সাদিও মানে। সেনেগালের এই ফরোয়ার্ড ৭৫ ও ৮২ মিনিটে পরপর দুই গোল করে আল-নাসরের বড় জয় নিশ্চিত করেন।

এ জয়ের মাধ্যমে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট হলো আল-নাসরের। সমান সংখ্যক ম্যাচে ইত্তিহাদের পয়েন্ট ২৮। ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল-হিলাল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings