in

রাশিয়ায় জমে বরফ হওয়া নদীতে উড়োজাহাজের অবতরণ

A view shows a Polar Airlines' Antonov-24 passenger aircraft following its landing on the Kolyma river near an airport in Zyryanka in the Yakutia region, Russia, December 28, 2023. Russia's Eastern Siberian Transport Prosecutor's Office/Handout via REUTERS

রাশিয়ার দূরপ্রাচ্যে ঠান্ডায় জমে বরফে রূপ নেওয়া একটি নদীতে উড়োজাহাজ নামানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈমানিক ভুল করে সেখানে উড়োজাহাজটি নামিয়েছেন। তবে ৩৪ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি নিরাপদে সেখানে অবতরণ করে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পোলার এয়ারলাইনসের সোভিয়েত আমলের আন্তোনোভ এএন–২৪ মডেলের উড়োজাহাজটি বরফে রূপ নেওয়া কোলিমা নদীতে অবতরণ করে। এতে উড়োজাহাজের আরোহীদের কেউ আহত হননি।

প্রসিকিউটররা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বৈমানিকের ভুলে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উড়োজাহাজে ৩০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।

ফ্লাইটটি বৃহস্পতিবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের সাখা রিপাবলিকের রাজধানী ইয়াকুতস্ক থেকে ছেড়ে আসে। এটির ১ হাজার ১০০ কিলোমিটার উত্তর–পূর্বের জিরিয়াঙ্কা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

উড়োজাহাজের এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজটি সাইবেরিয়ার পূর্বাঞ্চলের কোলিমা নদীর মাঝামাঝিতে অবস্থান করছে। জিরিয়াঙ্কা অঞ্চলে বছরের এই সময়ে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings